(১)
অলস এক দুপুর বিষণ্ণতা কাটে
রুক্ষু হাওয়ায় ...
অল্প দুলছে পাতারা,
চোরাগলিতে দেখি হাত ধরাধরি,কিশোর প্রেম
একফোঁটা ভালোবাসার জন্য তৃণের আকুতি....
নুইয়ে-পড়া গালে চুইয়ে-পড়া অভিমান।
একফোঁটা ভালোবাসায়...
(২)
কিছু নির্মম সত্য মোলায়েম করে
বেঁটে নিলাম শিলনোড়ায়...
বহুদিনের তিলতিল করে গড়েওঠা
অভ্যাস কিছু
উড়িয়ে দিই
বাদামী ছিলকের মতো
জানলা গলিয়ে হাওয়ায় ভেসে.....................যাঃ।
(৩)
খররোদের তাপ সহ্য করে করে
উজ্জ্বলতা হারিয়েছি ত্বকের...
ফর্সা ত্বকে কালচে ছোপ,পোড়ামাটি
তবু যত্ন করি, আগাছা সরিয়ে
ঈশ্বরী গাছ লাগাই ...
এ আমার শখের বাগান
চীনের প্রবাদ মেনে আমি সচ্ছল, সুখী।