সহসাই ঘুচে যাবে আড়াল ,  বালিয়াড়ি পাহাড়
যেদিন পেয়ে যাব ঠিকানা , গন্তব্য।
পেছনে একঝাঁক  প্রশ্ন  , অহেতুক তর্জনীর ভাষা
উড়িয়ে দিই খইয়ের মত ...... ‘ফুঃ’
সাহসী হাওয়া , এবার দেখা তো তোর কামাল!
একটু এলোমেলো হব,
পরিপাটি বিছানায় গোছানো রাতঘুম ফেলে
দ্বিধার পাশবালিশ সরিয়ে একপাশে
ছুটে যাব  সেই পথে একদিন
যে পথ গিয়েছে
তোমার ঠিকানা ঘেঁষে,
ছুঁয়ে যাব. ...
            দেখে নিয়ো।

*****************

কথা বল
এক আকাশে দুটি চাঁদ,   নিবিড় রাত
খোলাচিঠির আমন্ত্রন ফুল হয়ে ফূটুক সারারাত,
পরজন্ম শুনিনি তো কেউ পেয়েছে কখনো
আমারও যে একটাই জন্ম...
এসো কথা বল
বুঝে নেই সব ব্যাকরন প্রকরন এক জীবনের
প্রহরায় আছে তো একা রাত
বলবে তুমি,
শুনব ............