ইদানীং বিশ্বাসী আলোয় দেখি নিজেকে---
বিশ্বাস নিয়ে যখন ছুঁয়ে দাও
নির্জীব চোখের পাতা,
বুকে কচি  হলদে-সবুজ ঘাস গজায় আবেগের,স্বস্তির...
মোলায়েম,
আরো একটু মোলায়েম হতে হবে,

হয়তো বা আরো একটু...


*******************************

দৃষ্টি কাঁচ ,  দূরে স্বচ্ছ পাহাড়-----
রুক্ষতা নেমে যায়  ঢাল বেয়ে ,
গাল বেয়ে দেখি
পৌরুষের অহঙ্কার, ঘন চিবুক জুড়ে উত্তপ্ত আশ্লেষ...
অস্থিরতা ,
ধসের সংকেত আনে হিমেল হাওয়া,

এমন পাহাড় দুরত্ত্বেই নিরাপদ...