কিলবিলিয়ে ভাবনারা সব বনবিটপী
লাজুকলতা ,
ইচ্ছেবুড়ি ,বলবো থুড়ি মন খুলে তোকে
মনের কথা,
ইচ্ছে হলেই গা ঢাকা দিস্ ,চাঁদ হাসি তোর
রূপোর থালা,
সে কেন রে চুপটি করে পাশ দিয়ে যায় ?
আপনভোলা,
ইশারাতে ইশারাতে বুঝায় কিছু হাজার কথা
না- বলা,
একলা ঘরে উপোসি চুল, কুসুম কীটে
দহন জ্বালা ,
পা রেখেছ প্রেমের ফাঁদে ,বলবে না এ
কেমন কথা?
ইচ্ছে করেই ভেজা ঘাসে তাই মন কেমনের
ফাঁদ পাতা,
পোড়াও পুড়ি, আদিগন্ত ভালোবাসায় বলব কেন
মিথ্যে কথা?
তোমার আমার জীবন মিলে যে সূচের ফোঁড়ে
নকশি কাঁথা...