(১)

ধুস্‌স্‌ ...
না চাইতেই চাঁদপাহাড়, স্বপ্নজল...
সেদিনের একরাতেই জেগে ওঠা বালিদ্বীপটি
রামের পাদ স্পর্শে জেগে ওঠা অহল্যাভুমি যেন,
রক্ষা করি যৌতুকের মত
এখানে ওখানে গাছ লাগাই
মিছে প্রত্যাশার,

কতই না রঙ দেখালি রে ভাবাবেগ!

  (২)

মুখে জল নিয়ে ফুঁ দিই
রামধনু আঁকে না  নীলাকাশ আজকাল...!
কত রঙ তো ধরে রেখেছিস্‌ চোখে
আমার এখন সদ্য দুপুর ,অবেলার স্নান দ্রুত সেরে নিই
ভেজা শরীরে আস্তে ফুটে উঠূক রামধনু,
কিছু শব্দ দিয়ে লেখ কাব্য
অবৈতনিক পাতারা,

আমার এখন ভাতঘুম............