পড়ন্ত বিকেলে ভেসে আসে সুর-
এ এক অন্য হেমন্ত......
চোখের পাতায় সোনালী ধানের শিষ
হিমেল অলস হাওয়ায় খুঁজে ফিরি বিশ্রাম, দিশাহারা...
আমার বাঁশীবাদকের যে দেখা নেই----!
বিগত হেমন্তের নষ্ট ইদুরগুলি উঁকি দেয়, ইতিউতি -
গর্ত বুজিয়ে দিলে কি হবে?
সূর্যাস্ত সাথে সন্ধ্যার মিলন, ঈর্ষা জাগে
ইচ্ছে করেই নুপুর বাজাই...
একদা নিষাদ চেতনার জালে বদ্ধ হরিনী আজ চপলা;
বাঁশীবাদকের ছায়া দীর্ঘতর হয়ে আকাশপ্রদীপ ছোঁয়, দুরাকাশে...
..................দোলায়িত অনুভবে
হাওয়াদের সাথে কোলাকুলি করে উৎফুল্ল সময়,
ধানগন্ধে মদালসা মন...
নিয়তির নিষ্ঠুরতা মেনে নিই নি আজো তাই
আমি সুখী,
পরাভব মেনেও বিজয়ী...