১)
জলপ্রপাতের বুকে আছড়ে পড়ে আরেক জলপ্রপাত ,
পাথরে পাথরে তোমার আকার, গড়ন
খুঁজে ফিরে সেও ব্যর্থ ,
বুক জুড়ে বরফ-গলা  অভিমান...
শিলাখণ্ডে তুমি তো প্রস্তরিত...

২)

ইচ্ছেরা কিছু লাল-নীল মাছ হয়ে
ঘুরে বেড়ায়
তোমার অলসতা ঘিরে,
মাছরাঙা ঠোঁটে ঘোলা করে দিলে দীঘির স্বচ্ছতা...


৩)
চাঁদের আলোয় পাইনের বিস্তৃতি , মায়াবী
রডোডেন্ড্রেনের কথকতা ...
চালকের আসনে গ্রীক কাঠামোয় একাগ্রতা,
একান্তে শুধু তোমাকেই ভাবছিলাম ..
------------.তোমাকেই।

৪)
অত রাত জেগো না ...
রাত ফুরোলেই কোল জুড়ে  শিশু সকাল
তোমায় দেব বলে
রাতের কাছে সোহাগী হই, পদাতিক অভিমান
বুক জুড়ে ...