এ শহরের রাজপথ, অলিগলি কেমন স্বপ্ন-জড়ানো,
সম্মোহিত, হেঁটে বেড়াই...আপন খেয়ালে
অপরূপ সব দেয়াল লিখন, অবাক বিস্ময়ে দেখি শুধু ...
দ্রাবিড় লিপি যেন আমার জন্যই
লিখে রেখেছে কেউ ... জীয়নকথা !
গোলকধাঁধা, ক্রমশঃ হারিয়ে ফেলি নিজেকে, আচ্ছন্ন...
ফেরার হয়েছে ভাবনা, পথ !!
বন্ধ সব শাহী দরজা ...
একি!! কোথায় আমি ?
এ যে বন্দীদশা !!
মুক্তি আশে জীবন হাসে ,
সহসা পরিচিত সুগন্ধির ঘ্রাণ ...অতর্কিত বাহুপাশ!!
অবলা তো নই তবু ভবিতব্য সমর্পন...
মুখ লুকাই উন্নত বক্ষে,
এ যে আমারি তুমি ...!!
ধরা দেব বলেই কি ধরা দিলাম অধরা সুখে?
এজন্যই এত আয়োজন? প্রহসন ?
নির্ভেজাল পাখি হয়ে হয়ে দিব্যি তো ছিলি কথারা , না-বলা-----
---- উড়ন ছুঃ!
এবার মুক্ত হবি কেমন করে রে মনপাখি ?
যতই ডানা ঝটপটাস..
সে যে বধির, বদ্ধকালা।