তারায় তারায় লিখে দিই যদি নাম ?
অথবা গোটা আকাশটাই--
যতটুকু আমার সীমানা ,
তুমি তাকে স্পর্শ করে আছ ...
দুপ্রান্তে আরক্ত দিনরাত ,
মাটিজল উর্বরতা
পরস্পর ভাগ করে নেওয়া ...
বিপ্লবের জায়গায় এখন দরদী ঘাসের আস্তরণ ,
মাথা রাখি ,কান পেতে শুনি
কোথাও অস্থির পদচারনা ...
মৃত্তিকায় করেছে শেকড় ধারন
তার চেতনায় ...
এবার মহীরুহের বিশালতায় তার গুণবত্তার মান
জানো তা ...
বুঝিয়ে দিও আরেকটু বিস্তারিত
শিশুর অজ্ঞতায় শুনি প্রাণভরে
ওই আকাশ ,ওই তারা্রা
সাক্ষী থাকুক প্রতিটি মুহূর্তের----
আছি প্রতীক্ষায় ...