সাগরপারে কেউ একা ...
সাগরের গভীরতা মননে
প্রসারিত দৃষ্টি সুদুরে ,
তার কারনেই সপ্তডিঙার বহর ......
ঘরকন্না ফেলে
ছুটে যাই ... দেখি
জলজ হই ...
ঢেউয়ে ঢেউয়ে ছুঁয়ে যেতে চাই
তার এক সাগর গভীরতায় গিয়ে
খোলস –বন্দী ঝিনুকে
মুক্তো গড়ি ...
তার প্রশ্রয়েই ... সে জানে না
আর্দ্র বালিতে তার পায়ের ছাপে
পা ফেলে পিছু পিছু অনুসরন ,
এ এক মজার খেলা ...
তার প্রশ্রয়েই জোয়ার-ভাটা
অলক্ষ্যে অনুরাগ চুম্বন এঁকে দেয় আবক্ষ
আমি বালিতট,
সে উত্তাল তরঙ্গ
আমার প্রশ্রয়েই ......