কোনদিন দেখি আনারকলি ,
আজ কপালে তিলক ,রসকলি ...
ভেক্ ধরেছে বোষ্টমীর ,
কানাগলি বেয়ে উৎসুক ভীড় ।
দেখেই তাকে মাতোয়ারা ...
এপাড়ার সব ছেলে ছোঁড়া ;
সন্দেহ জাগে ...
পরচুলো ধরে এক টান মারি
বেরিয়ে এল রাইকিশোরী
ছুট লাগাল পড়ি কি মরি ............!
ওম্মা !! একি!!
এ যে ওপাড়ার রোকেয়া বুড়ি,
পঞ্চাশেও রুকু জমানো ক্ষীর ,
হেসেই খুন ছোঁড়াদের ভীড় ...।