প্রিয় পারিজাত পিছনে ফেলে
প্রতারিত হলে কষ্ট ফুলের নষ্ট গন্ধে ............
শৃঙ্গ জয়ের উচ্চতায়
অনুভূতি শূন্য তুমি ,
মেঘ জমেছে চশমার কাঁচে ......
বুঝেও বোঝোনি ?
কিছু ফ্রেম বন্দী সময় খুঁজতে
চলে এসো সমতলে ......
স্থায়ী ঠিকানায় --
উষ্ণতা ভরা পেয়ালায় চুমুকে ভাগ করে নেব
পরিতাপ , যত অস্থিরতা ......
পাশে আছি......থাকবো বলেই তো ...
প্লিজ , ভারসাম্য হারিয়ো না ,
এবার রুমালে মুছে নাও
চশমা আর চোখ
দুটোই...............
উষ্ণতায় এসো ...
মিথ্যে দোষারোপ আর জুড়িয়ে যাওয়া চা...
দারুন অপছন্দ আমার ।