রোজ রোজ স্বপ্ন বিনিময় ,
রোজ রোজ জল-অতলের কথা ...
তুমি চাও তলিয়ে যেতে ,
গহীনে , আরো গহীনে ......
এক সমুদ্র গর্জন যেখানে
তলিয়ে যায়
শাঁখের বুকে ......
নিভৃতে তখন শিশিরস্নাত শিউলিরা
বেরিয়ে আসে ....
একে একে ...
রাতপোশাকের বোতাম খুলে ,
আমি চাই বন্দীসুখে
তখন তলিয়ে যেতে রাতের খোলা বুকে .........
এভাবেই সঞ্জীবনী স্বপ্ন সাজানো থাক
প্রতিদিনের রাত্রি তোমার চোখে .........