ঢাকঢোলে কাঁসরে ধুনুচি নাচে সন্ধ্যারতি ...
দশবিধ সজ্জায় ভূষিতা
দেবীসাজে মৃন্ময়ী মেয়ে...
যাকে ঘিরে এই উৎসব প্রবনতা ,মাতন
উৎসুক ভীড়ে সেই মেয়েটিই
আকারান্তরে হয় লাঞ্ছিতা
কখনো অবাঞ্ছিত স্পর্শে...
দর্শকাম দৃষ্টি চেটেপুটে খায় তার লালিত যৌবন!
দোপাট্টায় টান দেয় আজন্ম লোলুপ দুঃশাসনেরা!!
যন্ত্রণা আকুল ক্রন্দন তার
দিব্যি চাপা পড়ে যায় ...
ঢাকের তালে ... ধুনুচি নেচে যায় অবিরাম ...!!!
মনের আর্দ্র মাটিকে পোড়ায় তার
কামনার জ্বলন্ত অঙ্গারে ...
ধুপের ধোঁয়ায়
লোকের বাহবা কুড়োয় টেরাকোটার অপর জীবন্ত মৃন্ময়ী ...!!!