কেটে গেল এক মোহকাল...!
অনেক বৃষ্টি ঝরিয়ে শেষ হল অনাবৃষ্টির দিন ...
মনের জমিনে আবার যৌথ আবাদ,
নাহয় ভাগচাষীই  হলাম ,
দোহাই প্রভু ,
ফসলকাটা শেষে গোলায় তোমার নষ্টইঁদুরগুলিকে
আর পাঠিও না ...

আবিষ্ট নীল আকাশের নীচে
আমাদের দুদণ্ড জিরিয়ে নেওয়ার মুহূর্তগুলি
ধরে রেখো কাশবন ,
ঘাসে বন্দী শিশিরকন্যারা আর
বৃন্তচ্যুত শিউলি ...
সাতজন্ম ধরে রাখব তোমাদের মিতালী...।