ঐ কাশবন , ঐ শিউলিফুলের আদর
মায়া হাতছানি !
বলো এড়াতে পারে ক'জন ?
যেই না বললে - চলো যাই হারিয়ে '
অমনি দু'হাতে উড়িয়ে দি বেয়াড়া মনটাকে ...
মনের আর কী ?--------
সু্যোগে মেলে ডানা ----
অরন্যপথে ফেরে আউল -বাউল বিহঙ্গম আমার ...
আর জন্মে দস্যু ছিলে নির্ঘাত !
মন হরন করে বিলিয়ে দিলে দিব্যি প্রকৃতিতে...!
এবার দেখো বাটোয়ারা সুখে গাইছে আকাশ ...গাইছে বাতাস
আগমনীর গান ...
ভাগ্যে নেহাত দস্যু ছিলে ..........।