একাগ্রতায় বসে ভাবি দিনান্তের কর্মসূচী,
পরিশীলিত মন নিয়ে...
দেখি নিবিড় সন্ধ্যার সাথে রাতের মৌন আলিঙ্গন,
কিছু বলে যেন তারা্রাও ,
শুধু ফিস্ফাস্!!কান পেতে রই ...!
সূর্যকে ভালবেসে
এই যে দিন রাত্তির ,ঋতুদের আনাগোনা...
আমারও যে তাকে ভেবেই গোটা দিনটাই কখন রাত হয়ে গেল...
এমনি সব হতে থাকে ছন্দপতন , ভালোবেসে ...