শিখে গেছি জীবনের জটিল অঙ্ক ,সুদকষা
কখন সমাধান ,কখন তার এড়িয়ে চলা...
শিখে গেছি মেপে কথা বলা ,
হিসেব করে পা ফেলা ,
ক্ষণিকের অসাবধানতায় ঘটে গেছে বহু বিপর্যয়...।
মেনে নিয়েছি যোগাঙ্ক যত
ফলাফল তার শূন্যে,
শুধু এক জায়গায় মেলাতে পারিনি তার সমীকরন ,
তোমার–আমার ...
অদৃশ্য গিলোটিনে মাথা দিয়েছি পেতে ,
নিয়তি ঘাতক হলে তার যোগফল
দাঁড়াবে শূন্যে,শুধুই শূন্যে .........
কারন ,
বিয়োগের খাতায় আমার নামটি যে লেখা নেই......