শিশিরে মুক্তোদ্যুতি আর সদ্য ফোঁটা শিউলি সাজে
প্রকৃতি  আজ অনন্যা,শারদ সুন্দরী,
নিখুঁত রূপটান আনতে ব্যস্ত
দোসর তার শরত;
আমি কেন সময়ের সাথে এক্কাদোক্কা খেলছি একা ঘরে?
আমারও তো রূপ আছে ,
দেখার নেই কেউ ......
আঁচলে আগুন-রঙা পলাশ রেখেছিলাম
বিদায়ী বসন্তদিনে...
তবে কি আমি বন-পলাশী হব?
নাকি শিশিরে ভেজা ভৈরবী ?
দেখার কেউ নেই যে আমার ...
বলারও নেই কেউ...
সবাই তো শরত নিয়ে পড়ে আছে ...
আমার যে ফাগুন -বিলাস ,
তাহলে?