দেহসৌষ্ঠব দেখিয়ে বেড়ায়
অবাধে পাড়ার দিদিরা ,
বয়সে কিশোর ছেলেটি দীপ
সবাই জানত মুখচোরা ...
শয়নে স্বপনে সানি লিওন তার ,
দিদিদের দেখে নগ্নতায় ...
বয়স দোষে দুষ্ট ছেলের নষ্ট কথা
ছড়িয়ে পড়ে মহল্লায় ,
পৃথুলা মা গলায় আঁচল জড়িয়ে
মা শীতলার মানত চড়ায় ,
নজর কাটে চাঁদ ছেলের আর
লেবু-লঙ্কা দোরে ঝোলায় ..
মেয়েরাই সব রাক্ষসী যত
ছেলে তার সে হীরামন ,
নষ্ট ছেলের দোষ লুকোতে
ততই বাড়ায় পুজো- অর্চন ।
ধন্যি মায়ের ধন্যি ছেলে