কিছু কি বদলেছে?
দেখি পুরনো খোলসে আমিত্ব আর নেই ,
টের পাই অবলীলায় সব মেনে নেওয়ার প্রবনতা
মহাভারতের চরিত্ররা যখন ঘোরাফেরা করে চারপাশে ...
এক দ্রৌপদীর দোরগোড়ায় দেখলাম নতজানু কর্ণ,
পাঁচমিশেলী রান্নার ঝালে ঝোলে
নাকের জলে চোবানি খায় কুন্তীপুত্র ...
হেসে আকুল কেশ সামলায় কৃষ্ণা ।
গীতার সারাংশ নিয়ে পরাধীন ঘরে
অভ্যস্ত ছোটাছুটির মধ্যে
জীবনের সারসত্য বোঝায়
বহুব্রীহি সময়........
ক্লান্ত পুরুষ ম্যাট্রেসে সুখনিদ্রায় ,
ভূমিশয্যায় মা মেরী শুয়ে জন্ম দেয় তখন
অগনন যীশু কবিতা ...
মহাভারত নয় ,ক্রুশবিদ্ধও নয় ,সময়ের সাথেই চলবে কবিতা ।