একতরফা ভালোবাসার দেবদারু-সুখ
দেবো না তোমায় ,
যখন প্লাবন আসার কথা ছিল
খরায় কাটালাম ...
খরায় বাঁচলাম হেসে...
সেদিন তোমার উল্টোপথে হেঁটে যাওয়া ...
চিতা আগলে রাখা ডোমের মত
অহর্নিশি বিষন্ন উদ্গার ,
আজও সমীকরন মেলাতে পারিনি ,
কলঙ্ক দিলে তবু সে আগুন স্পর্শ করে নি আমায়...
আমি যে সে সীতা নই ,
আমার পাতা্লপ্রবেশে ধরনী হবে না দ্বিধা
আর এক দগ্ধশরীর কত পোড়াবে অনল ?
তোমার মত লজ্জাহীন তো সে নয়...
পার যদি একতরফাই ভালোবেসে যাও ...
চাইনে আর ওই বাসি ফুল ,
স্মারক হিসেবে দিলাম তোমায় '' বাসি ভালোবাসা । ''