তোমার মীরজাফরী সখ্যতায়
স্তব্ধ, আমি নির্বাক্ !
হে কাপুরুষ,
নিরাপদ আড়াল থেকে তোমার ছোঁড়া
ক্রমাগত বিষ বাণে আহত হই..
বিদ্ধ হই না ...
একে একে ক্ষতস্থান থেকে ঝরে পড়া
শোনিতধারায় সযত্নে আঁকি
নিপুন হাতে
অজস্র ভালোবাসার ছবি...
তোমায় উপহার দেবো বলে
সময়মত একদিন।
ঠিক পৌঁছে দেব যন্ত্রনার উৎসে ,
কোন এক অবকাশে...
অন্ধ ব্যাধের কাছে শরাহত এক বাঘিনীকে ।