তোমার অসুখ যত
ভরে দিলাম সুখের গোপন রিফুতে...
ভরে গেছে ক্ষত সারা ।
এবার সুখী জামা গায়ে চড়িয়ে চুপিচুপি এসো
মায়া কাননে ,
আকুল কস্তুরী মৃগতৃষ্ণা জানেনা নাভিমুলেই তার উৎস...
মায়ামৃগ এসো মুগ্ধ মায়ায়
পাহাড়ের সানুদেশে মধ্য উপত্যকা পেরিয়ে
কালো হ্রদে ,
তোমার তৃষ্ণাজলে মেশাই
অগুরু সুবাস ,চন্দন ...
আজলাভরে করো সুখপান
প্রিয় সুগন্ধি মেখে এসো হাওয়ারা...
এসো এসো সুখ, দাও আলিঙ্গন ,
ঢাকি তোমায় উষ্ণ চাদরে আদরে
পাছে যদি যাও পালিয়ে ...