এতদিন বুকে পাষানভার নিয়েও
উচ্ছল নদী ,
আজ কেন অভিশপ্ত হলে?
দোষের ভাঁড়ার শুন্য তবু
কেউ কেউ দোষী হয় অকারন...
কোন মানবিক কারন?
না নিয়তির পরিহাস?
প্রশ্ন উহ্য রেখেই নীরবতায় লুপ্ত
বহু বিড়ম্বনার ইতিহাস---!
তুমি অভিসারিনী তবু তোমাতেই কুলরক্ষা,
সন্ন্যাস-স্রোতে ভাসাও মানবিক ক্লেদসকল...
অবদমিত মনে বিদ্রোহিনী হলে
শাপ দেবার অধিকার পেল তোমার উপকুল-রক্ষীরা !
বলি শোনো নারী----
রুদ্ধ হোক্ গতিপথ, তবু এগিয়ে যাও ...
তোমাতেই দেবমাল্য, সৃষ্টির আবাস ,
তোমাতেই লেখা আছে নদীর চরম জলজ-গাঁথা...
নদী-নারী এক , অসমযোদ্ধা ।