নাহয় দুদিন শহুরে বিলাস ছেড়ে
গ্রাম অরন্যে হারাই,
নির্ভার হৃদয়-মন
মহুয়া নেশায় মাতাল,
নরম সুখ ভেজা ঘাসে
নুপুর পায়ে ...দেবে আমায় ?
কীটের দংশন?
মলম আছে...
সরীসৃপের ভয়?
লোকালয়েই বা কম কিসে?
সে তো ঢের ভালো
মানুষের চাইতে ,
আসবে? নাকি ব্যস্ত প্রোফাইলে ?
নাহয় দুদিন একাই হারাই...তোমায় ভুলে