জীবনপথ ধরে এসো কোনদিন
পর্যটক হয়ে ...
আলোয় ভরবে সেদিন আমার শহরের রাজপথ ,
মধ্যবিত্ত ইচ্ছেগুলোকে দেব দীর্ঘ ছুটি -----
তোমায় দেব বলে মুক্তোজলের ছিটে দিয়ে দিয়ে রাখি
রূপকথার মোহমালা ...
কোন রম্যস্থানই যথেষ্ট নয় ,
তাই মনের কাননেই হবে
নিভৃত আলাপচারিতা ;
সব পাওয়ার আনন্দে মন মেলে বিহঙ্গডানা
তারপর ?
তারপর সময়ই বলবে তার ঝিনুকের সুপ্তকথা
তুমি আমি তো উপলক্ষমাত্র ...
তাই না ?
প্রতীক্ষার শেষ সেই দিন ..কবে ? আর কতদুর?
বলো না গো শুকপাখি ?
আনন্দের চোরাস্রোত বইছে যে আজ মনে
তার উৎসমূলে তো তুমিও ছিলে একদিন ......।