ঘোড়ার খুরের শব্দ .........
পাল্লা দিয়ে দ্রুত ওঠাপড়া প্রাণের স্পন্দনে ,
শুভ্র পুঞ্জীভুত মেঘ অশ্বমেধের ঘোড়া হয়ে
ছুটে আসছে্‌, এদিকে ...হ্যাঁ ...এদিকেই ।
দুহাতে মুখ ঢাকি, উঠে দাঁড়াই
এ ঘোড়া থামানো যাবে না ...
হে নির্লিপ্ত ঈশ্বর , তুমি কি চাও
হার মেনেও একে জয় দিতেই হবে ?
আমার এতদিনের সুরক্ষিত সাম্রাজ্য !
দ্রুত ধাবিত অশ্বধ্বনি,
তারচেয়েও দ্রুততর মন...
পাশ দিয়ে যাবার সময় সে ছুঁড়ে গেল  এক রক্তগোলাপ;

.............................................

আমার বুকে এখন হাজার গোলাপের বাগিচা ,
আমার প্রাণে শুধুই গোলাপ ,
আমার বাগিচায় এখন পথ হারায়
পারস্যের গোলাপ-বাগ...স্বপ্নময় গ্রীস ...!