একটা জলোচ্ছ্বাস চাইছি -
বাগানের কোনায় পড়ে থাকা আবর্জনার স্তূপে
উঁকি দিচ্ছে হলদে-সবুজ ঘাসে
একরত্তি মালঞ্চ সুখ ;
কি করবে? সবাই মাথা তুলতে চায়
আমি ও চাই,চাই ,চাই চাই.........
চাইছিলাম বলেই তুমুল জলোচ্ছ্বাস--
অঝোর ধারায় ভেসে গেছে আবর্জনা
অজান ঠিকানায়,
যাক্ ,যাক্ যাক্, .........।
একি !!!ভগ্নাংশটুকু এখনো পড়ে আছে স্থায়ীত্বে !!
ওটা থাকবেই ...থাক্ ,থাক্ না ...
সব কিছু কি সমূলে যায় ?
সকালে মেঘ-ভাঙ্গা সূর্য দেখি
আর হাসি হাসি মুখে তার চিরন্তন প্রেমিকা সূর্যমুখী
মন বলল এবার তবে নতুন সুচনা----?
কি জানি ............
হয়তো বা ...হবে ও তা ।