মন ,
চলো না এইবার প্রকৃতিতে যাই ---
স্বাধীনতায় হারাই,
প্রতারিত হই বুনোফুলের গন্ধ মেখে ;
স্থিতধীমনে ,
তোমার ঐ বৌদ্ধ দৃষ্টির কাছে ভেসে যায় ...
নাকি ভাসাও ?
আজন্ম আলোড়ন যত হুলুস্থুল, অঙ্গার আমার ।
কি আছে ওই তেজস্ক্রিয় চোখে ?
বিনাশী ডাক ?
খোঁপায় আস্তে করে গুঁজে দিলে কি ওটা ?
বাউল - বিলাশ ?
দুরত্বে থেকেও কি কাছে রাখার কৌশলী কায়দা ?
পাঠ নিয়েছি তাই
পলাশ- রাঙা শাড়ীর আঁচলে আগুন রেখেছি তুলে ;
ভুলে যেয়ো না ,
এ স্বাধীনতার মাস ...আমার জন্মমাস ,
বিপ্লব যে তাই আমার চেতনায় বারোমাস ।