দার্শনিক একমাথা
কোঁকড়ানো চুলে
কোন্ গ্রীকদেবতা ?
নাকি রাজার ছেলে ?
মধ্যদিনে নাম-না-জানা ?
কুল-মান সব বেভুল ভুলে
আকুল দিঠি পেল ঠিকানা ।
যেতে হবে যে অনন্তপুর --
হাত রেখে হাতে ,
পথ এখনো বহুদুর......
ফেলে আসা পথে
ফিরবে না সে আর ,
যেতে দাও পথ ,
যেতে দাও সাথে ...
রেখো না ধরে ঐ চিহ্নভার ,
পাগলিনী রাই ,সে আর
তার সে রাত্রি -অভিসার ।