কবি ,
তুমি গ্রহান্তরে যেয়ো না,
ফিরিয়ে আনো কাব্যে সেই লৌকিক ভাষা ,
ক্রমশঃই দুর্বোধ্য তুমি , তোমার অনুভুতি
কখনো অর্থহীন, বোঝা-না বোঝায় মেশা !
আজ কবিতাতংকে ভুগছে পাঠককুল-!!
ওগো নব্যকবি ...এ কোন্ আধুনিকতা ?
বোদ্ধা তুমি , পারদর্শী , ভাষা জ্ঞানে
সাময়িক তৃপ্তি আনে অশ্লীলতা ,জেনো তা --
পাঠকহৃদে বসবাস তোমার ,
তোমার সাথেই যে আত্মার আত্মীয়তা ;
ভুল করেও ভুলে যেয়ো না...
তোমার হাতেই আছে সে কাব্যের কোহিনূর,
প্রিয় কবি , ফিরিয়ে দাও
ফিরে পেতে চাই কাব্যে সেই সহজিয়া সুর ......।