শোনো নীলশার্ট,
প্রতিদিন ব্যস্ত রাস্তার ওপারে অমন তির্যক দৃষ্টি ,
কালো রোদ চশমার আড়ালেও
বাণ হেনেছ পরস্ত্রীমনে ...
তা 'বলে মোটেও টিকবে না ওই আবেদন-সম্মোহন ।
লক্ষন রেখা পেরুলেই যে সমুহ সর্বনাশ ,
জেনো তা-----।
তোমার জন্য তমালবনে
রাইকিশোরী দুলবে না যেয়ে দোলায়...
তাই বলি --- ওগো নীল শার্ট ,
মরুভুমিতেও বান আসে আজকাল
তাই লাগাম পরাও ইচ্ছেকে
আর একটু গেলেই যে সমুহ সর্বনাশ ।