আয়না যেমন ধরে রাখে না
কারো প্রতিবিম্ব,
সাগরতীর যেমন আগলে রাখে না
বহুজনের পদচিহ্ন ,
বাতাস যেমন ধরে রাখে না
কারো নির্গত নিঃশ্বাস ,
তেমনি আমিও ধরে রাখিনি
তোমার স্মৃতিচিহ্ন।
আগলে রাখার মত কিছুই ছিল না ......
না প্রতিবিম্ব ,
না নিঃশ্বাসবায়ু ,
না পদচিহ্ন ।
সময়ের সাথেই সব ধুয়ে মুছে সাফ ...
কিন্তু বেহায়া স্মৃতিগুলো ?
সময়ের সাথে গভীরতা পেয়ে ,
বাস্তবের থেকে কঠিনতা নিয়ে ,
সে আজ বড়ই নির্মম ,নির্বাক্ পরিহাস ...
পরাভব মানে জীবনের সকল ভেষজ কথা ।