ও মেঘ, ফাঁকি দিলি যে বড়ো-----
এক বালতি জলে ভিজল না যে মন ,
ভিজল শুধুই শরীর ......।
ওই ইশারায় কিছু কি ছিল ?
----বিষাদের মাঝেও অন্যসুর ?
বুঝতে যদি পারতাম মেঘ
তবে শুধাই কেন তোকে ?
ও পাড়ায় তো যাস্ ...খবর আনিস্ ,
জানিয়ে যাস্ এক ফাঁকে ।
প্রাণটা আমার বড্ড আকুল ---
উৎসাহ নেই কাজে ।
মুখটা টিপে হাসিস্ যে তুই ,
বিচ্ছিরি আর বড্ড বাজে ।
এক পশলা ঝড়িয়ে যা ,
পোড়ারমুখী আমার মাথা খা ......ও মেঘ .........।