মোহনা দেখবো বলে ছুটেছিলাম
কিশোরী আনন্দে ,
লাল কাঁকড়াদের সমাগমে
বালির চর গেরুয়া ,
এক এক করে মনখারাপীগুলো
ঢুকিয়ে বুজিয়ে দিলাম ওদের গর্ত;
জানি না লালকাঁকড়াদের সেদিন কি দশা হলো --------!
ঘরে ফিরে দেখি
উপহার-মোড়কে নিপুন হাতে আঁকা এক
ভালবাসার ছবি ---------
নিভৃত বালুচরে এক কর্কট কন্যা ,
রক্তিম আভা তার গাল বেয়ে পড়ছে ,
আর দিব্যকান্তি এক পুরুষ তাকে ভায়োলিন বাজিয়ে
শোনাচ্ছে জীবনের সঙ্গীত ...
শত চেষ্টা করেও সেই শিল্পীর নাম
কোথাও খুঁজে পেলাম না ...
ছবিটার দিকে আজও নির্বাক্ চেয়ে থাকি......।
সেদিনের পর আমার দুঃখগুলোও তো আর নেই ।