একটি মিছিল ----
শহরের রোজকার পরিচিত দৃশ্য।
সোচ্চার দাবীতে এক শহর নাগরিক
অগ্রভাগে উচ্চশিক্ষিত নামধারী একদল সুবিধাবাদী
মধ্যভাগে মধ্যবিত্ত ভাবুকতা ,
লেজের দিকটায় আর শিক্ষা নেই
সব অশিক্ষিত , আধ-পেটা সর্বহারারা
প্রথমভাগে রাতের ভুরিভোজনে শিথিলতা ...
নাদুস পেটটা একটু কমানোর সৌখিন প্রয়াস ,
পাঞ্জাবীর সোনার বোতাম-চেইন-আংটি দাদাদের
মিছিলের শোভা যেন বাড়িয়ে দেয় শতগুন ।
মধ্যভাগে কিছুটা স্বস্তি আর
বনের মোষ তাড়ানোর ব্যাপার ।
শেষভাগে প্রথম দুয়ের পিছনে চলাটাই মুখ্য ;
অনেকটা নিশি ডাকে পাওয়া সম্মোহিতের মত------
সম্মোহন কাটলেই ' পুনর্মূষিক ভব '।
এভাবেই প্রতিটি মিছিল পথে নেমে পথেই হারায় ......।
পথেই তার ঠিকানা ।