যে কবিতারা হারিয়ে যায় নি শৈশবে--
তাদের বুকে আগলে রেখে অর্থবহ আলোয় ভাস্ছে
শহরের মধ্য বিকেল।
খাপছাড়া কবিতার খেই ধরাতে
এগিয়ে এসেছিল সুপুরুষ ,
সেই সুত্রে আজও কবিতা প্রবাহমানা ----
দেখি ধরে রাখা যায় কি না ।
ভালোবাসা মোড়কে কবিতা
না কবিতার রঙে আঁকা ভালোবাসা ছবি ,
কোন্টা দামী ?
-------সেটা সময়ই করবে স্থির ।
পায়ে জড়ানো মন খারাপের বেড়িগুলো
ঝেড়ে ফেলে ক্রমাগতই সর্বংসহা
আমাদের কাজ শুধুই ধরে রাখা ,
ধরে থাকা .........কি বলো ?