জখমী বালিহাঁস
যুবক ডানায় ছটফটানি ,
প্রস্তুত , চঞ্চল , আশায়
শিগ্গিরি ফিরবে তার অভ্যস্ত উড়ান ।
************************
প্রাজ্ঞ কুটিল বাজটি
হিংস্র তীক্ষ্ণতায়
কিছু খুঁজছে,
...নীচে ...অনেক নীচে... আবর্জনার স্তূপ ।
বিশাল পাখাদুটোয়
জোর নেই আর...।
তাই বালিহাসেও মন নেই আর ,
সবারই কি দিন আসে তাহলে?