(১)

অভিসারী সুখের পরশে
জন্ম হয় যদি একটি কবিতার ,
ক্ষতি কি বলো ?
কেন বৈধ স্বীকৃতি পাবে না সে তার ?

          (২)

অন্ধকার হাতড়ে খুঁজি দোসর সমভাবনার ,
তুমি যখন সুখে জন্ম দাও
অজীর্ণ বৈরী ভাবনার ।

           (৩)

অনেক কিছুই তো ছিল বলার -----
আজ এতটুকুই থাক্‌ ,
কখনও খুব প্রয়োজন হয় একটু বিরতি নেবার ।