হে প্রিয় ----
ফিরে দেখো শব্দের মায়াজালে
আমি ক্রমশই বন্দী ...
হয়ে পড়ছি...... হতে চাই না ...,
ফিরে পেতে চাই
পুরনো সেই আবেগে সহজ সঞ্চরন ।
তোমার ভাঙ্গা দেউলে আটকে আছে
-----আমার অসময়ের ঈশ্বর ।
কঠিনতার বর্মসাজেও অনন্য লাগে তোমায়,
জ্বর- কপালে যেদিন রেখেছিলে হাত স্বপ্নে,
স্নিগ্ধ সেই পরশ লাগা শরীরে গা ধুই নি তিনদিন ......
শ্রাবনধারায় পূর্ণ হয়ে যাবে নদী অনতিকালের মধ্যেই ---
তাই রুদ্ধ করলাম গতিপথ ,
হারাতে চাই না সাগরে আর...শুধু তোমারি জন্য ।
ফিরে দেখায় ফিরে এসো শুধু ......