গল্প হলেও সত্যি ------
জানো, কিছুদিন ধরেই অনুভব করছি
এক অদৃশ্য উপস্থিতি ,কিছু কিছু বিরল মুহূর্তে --
রূপতৃষ্ণা নিয়ে সে পান করতে চায় প্রেমবারি,
বিনম্র ইশারায় আবেদনে চালিত করছে আমায় সে প্রতিদিন ,
সামলে নিয়েছি এলোমেলো জীবনটাকে,
প্রতি অঙ্কেই আজ সমাধান ।
তার বটবৃক্ষের বিশালতায় মোহাবিষ্ট যে আমি ......!
অশরীরী প্রেমের ধ্রুপদী ছোঁয়ায় নেচে ওঠা মনে
অজানীত এক ছবি ভেসে ওঠে অকস্মাৎ !-----------
অতীতে কোনো এক লেকের জলে দুটি তরুন-তরুনীর মৃতদেহ,
অসম্পূর্ণ প্রেম ,......... হয়তো ছেলেটি পায় নি জন্মান্তর ,
টের পাই অতৃপ্ত নিঃশ্বাস এক দ্রুত বেরিয়ে যায় কানের পাশ দিয়ে
নির্ঘাত পাগল হয়ে যাব আমি একদিন ... হয়েই গেছি হয়তো !
আবার কোনো লেকের জলে ভেসে উঠবে কোনোদিন এক যুবতীর লাশ ------
কে জানে ,......সে তো সময়ই বলতে পারে ।