১
প্রথম পরিচয়েই মুগ্ধতার রেশ ............ !!!
পরবর্তীতে ?
২
এত আক্রোশ ? আস্ফালন ? প্রতিহিংসা ? তলিয়ে যাচ্ছ যে ......!
পায়ের নীচে দেখো চোরাবালি ......!!
৩
একটু দুরত্বে থাকলে মুগ্ধতা বাড়ে ......
আরো একটু দুরত্বে গেলে সম্মোহিত সমর্পণ .......!
৪
সময়ের জিনিষ সময়ে পেলেই ভালো লাগে... দাম থাকে ।
অসময়ে পেলেই বা কী ?
৫
চুলে পাক আর সম্পর্কে ভাঙ্গন -----
রোধ করা কঠিন ... লেগে-থাকা উৎকণ্ঠায় বেড়ে যায় ক্রমশঃ।