চলো মন আদিবাসী হই এবার,
গ্রাম-অরন্যে বাঁধব ঘর------
জানো তো আজকাল শহরে
আদিবাসীদের বড়ই বিলাস , বসবাস......!!
নেতা -আমলা থেকে পুলিশ অফিসার
সরকারী সব উচ্চপদে আসীন , স্বগৌরবে - স্বমহিমায় !
বাতানুকুল বিদেশী গাড়ীতে ,কালো হীরেরা সব !! ...
দরজায় খিল দিয়ে কানে হেডফোন, তাড়ির নেশায় শোনে
ধামসা মাদলের আওয়াজ... বুঝি তাদের ঘুমপাড়ানি গান !!
আভিজাত্য উপেক্ষিত আর নীলরক্তরা এখন বেকার ,
যতটুকু আছে তাই নিয়ে চ' পালাই অরন্যে
কোনো আদিবাসীর ভিটেমাটি খুঁজে ঠিক বানিয়ে নেবো বাঁশের ঘর,
কোন চাঁদের রাতে মহুয়ার নেশায় , দলমাদলের তালে
কোমর জড়িয়ে চলো না আদিমতায় হারাই
তোমাতে -আমাতে ... সময় থাকতেই.........
কি ভাবছো ?? আরে ......চলোই না ।
সময় এসেছে যে ।