একটু শাসনে রেখো আমায় ,
বড় অবাধ্য হয়েছি ।
সেদিন প্রজাপতি হয়ে হয়ে... রং -বেরঙের পাখায় ...
সবাই মুগ্ধ , সম্মোহিত ।
ঠিকানায় ফিরতে গিয়ে হারিয়ে গেল চেনা পথ ........ .।
নিজের স্বার্থে কখনও মেঘবালিকা হয়ে হয়ে
বৃষ্টি ঝরিয়েছি বহু চোখে ------
হাওয়ার সাথে মিলে মিশে হাসনুহানা ...শাপলা -শালুক ,
হতে হতে কখন আবার নার্সিসাস্ ...।
এবার নিজের সুবাসে নিজেই মুগ্ধ !!
অকালপক্ক জ্ঞানের আধারে
বড়ই অবাধ্য হয়েছি ,
একটু শাসনে রেখো আমায় ,
একটু শাসনে রেখো , প্লিজ । ..........