১
এক দীঘির জলেই তো আমাদের বাস --
তবে কেন এই বৈরীতা ?
শব্দ দিয়ে মারন -প্রহার? উপহাস?
******************
২
একশ্রেনীর পুরুষের ফি-মেইল আইডি, জমিয়ে চ্যাট ,
বৃদ্ধ নাকি যুবতী সেজে
পাগল করেছে ছোঁড়া পঞ্চাশেক ।
বুড়ি আর কম কিসে তার ? জমানো ক্ষীরে কাজু-কিসমিস্ ,
যুবক প্রেমিক কম করে তার সংখ্যায় গোটা চল্লিশ ।
*************************