১
একদা ভাবনা , সময় , অন্তর মিল আর সখ্যতা ...
মিলে মিশে একাকার হয়ে গেছিল ।
আজ সবেতেই অমিল ......
শুধু পাল্টা জবাবী কিছু কবিতা ছাড়া ।
২
সেদিন যেই বল্লাম -'' ফিরে এসো ''--
--অমনি ফিরে এলে ।
আজ এত ডাক পাঠালাম , বারবার.........,
তবু এলে না , আর আসবে ও না হয়তো ।
*******************