ভরা জ্যোৎস্নায় তোমার প্রেম আসে !
রচনা করো এক এক অনন্য কবিতা ।
লোকের বাহবা কুড়িয়ে গদ-গদ মুখে
মিকি-মাউসের মত একগাল হাসি !!
আমার গা-পিত্তি জ্বলে যায় ...!
জ্যোৎস্না ভাল লাগত আগে খু-উ-ব--।
এখন নয় , কারন আজন্ম হিংসুটে আমি ,
তোমার আমার মধ্যে কাউকে চাই না,
না কবিতা- মেঘ - বৃষ্টি , না জ্যোৎস্না।
আজ ভাদরের এই সন্ধ্যায় ----
চাতকের তৃষ্ণা নিয়ে দুচোখে -
অনর্গল বলে যাও টুকরো কথা ভালোবাসার ;
উষ্ণ করতলে টেনে নাও আমার কেজো হাতদুটো ,
নারী আমি ... ঠিক্ জানি ... বুঝি ও ,
জ্যোৎস্না হয়ে গলে গলে
কখন কবিতায় মিশে যেতে হয় ;
আর কখন আকাশ-ভাঙ্গা বৃষ্টি ঝরাতে হয়।