একদিন তো মুছেই যাব --
তবে আজ নয় , এক্ষুনি নয় কেন ??
সেদিন বন্যায় কেড়ে নিল দশটি তাজা প্রান ,
তারা তো চায় নি যেতে ।
নিজেকে গুটিয়ে নিয়েছি ক্রমশঃ
ছেড়েছি ধর্মস্থান এক এক করে ,
অভিমানের আড়ালে আমি'টি আজ অচেনা !!!!
একদিন তো চলেই যাব --
তবে আজ নয়, এক্ষুনি নয় কেন ??
কারন আমি থাকলে দুঃখ থাকবেই ,
আর দুঃখের আধারে ভালবাসা টেঁকে না দু-দণ্ড ।