ভাবনারা আমায়
ফাঁকি দিয়ে দিয়ে
কেবলি ফিরে যায়
পুরনো ঠিকানায় ।


নীরবতা ভাঙ্গার দায়
শুধুই কি আমার একার?
ভালবাসা আজ জীবন্মৃত,
সেই মন আজ নেই আর ।


বৃষ্টি ভেজা রাত ,
তার পরতে পরতে সুখ ;
শরীর থেকে মন বাদ দিলাম
মনেতেই তো যত অসুখ ।


নীলাভ আলোয় নীল ব্যালেরিনা !
কিছু ক্ষত যেন কিছুতে সারে না,
একদা মনের আদান-প্রদান -
ছেড়ে গেছে , তবু কেন পিছুটান ?